হরেক জায়গায় বসছে এখন
বিশাল গরুর হাট,
পৌরসভা স্কুল রাস্তা ব্যস্ত
খেলার মাঠ।
মধ্য আয়ের লোকজনেরা
শুনছে যখন হাম্বা ডাক,
হাতড়ে পকেট রিক্ত দেখে
ধরছে ছুঁতো চাপছে নাক !
পুত্র বলে, আব্বু ! এবার
কিনছো গরু কবে ?
আব্বু জানায় আনছি ছাগল
বন্ধু তোমার হবে !
এদিক দিয়ে ছোট্ট শ্যালক
খবর বলে চ্যাটে,
ও দুলা ভাই ! গরু এবার
যাচ্ছে পাওয়া নেটে !
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এএ
ইচ্ছেঘুড়ি
গরুর হাট | আবু বকর হারুন
ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।