হেমন্তের ওই মিষ্টি বাতাস
সঙ্গে পাখির গান
নতুন করে ভাবতে শেখায়
নতুন আহ্বান!
পাকা ধানে কৃষক মজে
খুশির লাগে ঢেউ
দেখবি তোরা এমন কিছুই
আমায় খুঁজিস কেউ!
থাকছি আমি মাঠে-ঘাটে
গ্রাম বাংলার পানে
অনেক আগেই বলেছি আমি
মা মনিও জানে।
শীতকে বরণ করবো আমি
মনটা দুরুদুরু
এখন থেকেই হিমেল বাতাস
বইছে কেবল শুরু।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫।