বিজয়ের ঠিক দু’দিন আগে হানলো বুকে শর
দিনটি বিশেষ শোকের দিন ১৪ ডিসেম্বর।
জাতির বিবেক জাগাতে দিলেন যারা শিক্ষা
আলবদর রাজাকাররা নেয়নি তাদের দীক্ষা।
পঙ্গু করতে এই জাতিকে করতে মেধাশূন্য
নীল নকশার কারণ ছিলো হত্যা এ জঘন্য।
হেথায় সেথায় ছড়িয়ে ছিলো চোখ বাঁধা সব লাশ
১৪ই ডিসেম্বরের আছে করুণ ইতিহাস।
মেধাবী সেই সন্তানেরা ছড়ায় না আর জ্যোতি
আজও মোদের হয়নি পূরণ যা হয়েছে ক্ষতি।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এএ
ইচ্ছেঘুড়ি
পূরণ হয়নি ক্ষতি | আব্দুস সালাম
ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।