ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খেলাঘরের আয়োজনে সাংস্কৃতিক উৎসব

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
খেলাঘরের আয়োজনে সাংস্কৃতিক উৎসব

ঢাকা: শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে খেলাঘর ঢাকা মহানগর কমিটি।

শুক্রবার (১৮ ডিসেম্বর) আরামবাগ হাইস্কুল ও কলেজ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।



এদিন সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিরুল ইসলাম মল্লিক পিন্টু।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ ও সহ-সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু।

স্বাগত বক্তব্য রাখেন খেলাঘর ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ।

সভাপতিত্ব করেন খেলাঘর ঢাকা মহানগর কমিটির সভাপতি সাংবাদিক শ্যামল দত্ত।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ১৮টি বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০টি শাখার প্রায় তিন শতাধিক প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেয়।

বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আসাদ মান্নান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার, সাবেক সংসদ সদস্য আবদুর রহিম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ.কে.এম মমিনুল হক সাঈদ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার ও সনদ বিতারণ করেন অতিথিরা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিশু-কিশোররা আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।