ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বইমেলাতে যাই | হোসনে আরা জাহান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
বইমেলাতে যাই | হোসনে আরা জাহান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লো মা বইমেলাতে
আঙুল ধরে চলি
হবে মা কতই মজা
একটি কথা বলি?
পরো মা নীলশাড়িটা
হাতে পরো চুড়ি
যাবো মা তোমার সাথে
বইয়ের স্বপ্নপুরী।
আমি তো মোজা পরে
নিচ্ছি পরে জুতো
আমিও সাজবো দেখো
নীলপরীদের মতো।


চলো মা জলদি করে
বইমেলাতে যাই
আহা মা নতুন বইয়ের
সুবাসটুকু চাই।
কত না রংবেরঙের
বইয়ে আঁকা ছবি
আছে মা ছড়াও তাতে
পড়বো আমি সবই।
দুজনে সেজেছি আজ
ময়ূরকণ্ঠী নীলে
এসো মা মেলাতে যাই
মা মেয়েতে মিলে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।