কোকিলের ডাক শুনেছ? কোকিল ডাকার দিন কিন্তু এসে গেছে। শুধু তাই না, রক্তলাল শিমুল-পলাশও ফুটতে শুরু করেছে।
এই সবকিছুর মানে কী বলো তো?
কেউ একজন এসেছে। কে সে?
বসন্ত। আমাদের ছয়টি ঋতুর মধ্যে সবচেয়ে রঙিন ঋতু বসন্ত। এজন্যই সে ঋতুরাজ।
বসন্ত মানে রঙের খেলা। ফুলে-ফুলে চারপাশ রাঙিয়ে বসন্ত আসে। পুরো পাঁচটা ঋতু একে একে পেরুনোর পর বছর শেষে রঙের আবির ছড়িয়ে আসে বসন্ত।
আবারও বসন্ত এসেছে। কোকিলের ডাক, শিমুল-পলাশের রং আর মৃদু বাতাস বসন্তের আগমনী বার্তাই দিচ্ছে।
আজ পহেলা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। বসন্তকে বরণ করে নিতে ব্যস্ত সবাই। নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে বসন্তবরণ। বাসন্তী রঙের পোশাক পরে স্বাগত জানানো হচ্ছে বসন্তকে।
বসন্ত মানেই আনন্দ, বসন্ত মানেই রং। বসন্তবরণ উৎসবে তাই আনন্দের রঙে রঙিন হও তোমরাও। তোমাদের সবাইকে বাসন্তী শুভেচ্ছা।
বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এএ