ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভালোবাসি ভালোবাসি

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ভালোবাসি ভালোবাসি

আমরা অনেককে ভালোবাসি, ভালোবাসি অনেক কিছুকে। বাবা-মাকে ভালোবাসি, ভাই-বোনকে ভালোবাসি, ভালোবাসি প্রিয় গল্পের বইটাও।

শুধু তাই না, নিজের স্কুলটাকেও নিশ্চয়ই সবাই ভালোবাসো? বারান্দায় টবের গাছগুলো আর পুতুল কিংবা খেলনা গাড়িগুলোও তো কম ভালোবাসার নয়।

ভালোবাসার মানুষগুলোকে আমরা একদম কষ্ট দিতে চাই না। তাই বাবা-মা, ভাই-বোনরা কষ্ট পেলে আমাদেরও কষ্ট হয়। আবার প্রিয় খেলনা কিংবা শখের গাছগুলোকে কষ্ট পেতে দেখলেও আমাদের মন খারাপ হয়।

এই যে মন খারাপ হওয়া, কষ্ট পাওয়া- এর কারণ হচ্ছে ওই মানুষগুলোর প্রতি, জিনিসগুলোর প্রতি তোমার ভালোবাসা। অথচ দেখো, এত যে ভালোবাসো সবাইকে, কখনো কি সেটা বলো?

মাথা চুলকাচ্ছ তো? হ্যাঁ, প্রিয় মানুষগুলোকে বা জিনিসগুলোকে কখনই আমাদের বলা হয় না- ভালোবাসি।

আর সেজন্যই বছরের একটি দিন উদযাপন করা হয় ভালোবাসা দিবস। দিনটা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। এই দিনটায় সবাই ভালোবাসার মানুষগুলোকে মনে করিয়ে দেয় কতটা ভালোবাসে।

আজ ভালোবাসা দিবস। তুমিও বাবা-মা, ভাই-বোন আর প্রিয় খেলনাগুলোকে জানিয়ে দাও তোমার ভালোবাসার কথা। সেই সঙ্গে আমিও বলে দিই- আমরাও কিছু তোমাদের অনেক অনেক ভালোবাসি।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।