ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বৈশাখের দু’টি ছড়া | আজিম হোসেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
বৈশাখের দু’টি ছড়া | আজিম হোসেন

আজ বৈশাখ এলো বুঝি ধরায়
কে আছো তাকে করিবে বরণ?
চারিদিকে রমণীর বাসন্তী শাড়ির-
সাজে, মনে জাগে এক নব শিহরণ।

নক্ষত্রের মতো কচি-কাঁচা মুখগুলো
যেন সদ্য ফোঁটা এক শুভ্র ফুল;
তব দর্শনে চোখ জুড়ে আসে প্রসন্ন
ঝরে যাক ছোট-খাট অজানা ভুল।

ফুল-ফল, পথ-ঘাট, নদী-নালা
যা কিছু প্রকৃতির দৃশ্যমান;
যেন বৈশাখী বরেণ্য কবির কাব্যে
সবি জাগতিক ধারায় বহমান।

কত স্বপ্ন সঞ্চায়িত হয় নারীর-
লাল-হলুদ শাড়ির আল্পনা সাজে;
কত গুঞ্জন, রং-বেরঙের আয়োজনে
ডুবে যাই বৈশাখী আনন্দের মাঝে।

এসো, এসো হে বৈশাখ বাঙলার-
প্রতিটি চত্বরকে মুখরিত করে;
এসো, হিংসা-বিদ্বেষ ভুলে সুখ-দুঃখ
করি ভাগা-ভাগি একে অপরের তরে!

নব বৈশাখ

বিপুল খুশির ঢল নেমেছে
বাংলা নব বর্ষে;
চারিদিকে জমছে মেলা
শিশু-কিশোর হর্ষে।

রং-বেরঙের পোশাক যেন
ঈদ আনন্দের মত;
পান্তা-ইলিশ খাবে সবাই
হোক না খরচ যত।

বাংলা যেন নববধূ
অতি রঙে সজ্জিত;
নাচে-গানে বিভোর হয়ে
মহা সুখে রঞ্জিত।

রং লেগেছে সবার মনে
নব বৈশাখ পেয়ে;
কাটুক আঁধার চিরতরে
আসুক আলো ধেয়ে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।