ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

গাছে কাঁঠাল গোঁফে তেল | মাহমুদ মেনন 

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
গাছে কাঁঠাল গোঁফে তেল | মাহমুদ মেনন 

মা বাবুর কাঁঠাল গাছে 
দশ-দশটা কাঁঠাল
কুঁচি ছেড়ে বেরিয়েছে 
ছুঁয়ে দেখেন আঠাল

এটা দেখে রমা বাবু
ভাবেন মনে মনে
কবে কাঁঠাল বড় হবে
হিসেব কষেন গুণে

গোঁফজোড়া তার বেজায় বড়
ঢেকে রাখে মুখ
সেই গোঁফে তার গর্ব ভারি
চিতিয়ে চলেন বুক

গোঁফ নিয়েই বাবু এখন 
সারাটাক্ষণ ভাবেন
পাকলে পরে কাঁঠালগুলো 
কেমন করে খাবেন?

বুদ্ধিদাতার নেইকো অভাব 
হরেক পরামর্শ
রমা বাবু পান না ভেবে
কোনটাই আ-দর্শ

অনেক ভাবার পরে সেদিন
পাশের বাড়ির কেষ্টা
হিসেব নিকেষ করে তবে
বুদ্ধি দিলো বেশ টা

খাঁটি শর্ষে তেল কিনে 
গোঁফ জোড়াতে মাখুন
কাঁঠালের আঠা নিয়ে
নিশচিন্তে থাকুন

সেই থেকে রমা বাবু
সকাল বিকাল সাঁঝে
গোঁফ দুখানা ভিজিয়ে রাখেন
খাঁটি তেলের মাঝে

লোকের মুখে তাই নিয়ে
বলাবলি চলে
গাছে কাঁঠাল গোঁফে তেল 
একেই বুঝি বলে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।