ঢেউয়ের পরে ঢেউ নাচে আর
পাখির পরে পাখি,
শীতল হাওয়ায় মনটা জুড়ায়
করি মাখামাখি।
বিশাল বিশাল জাহাজ চলে
চলে মাঝির সাম্পান
মনের সুখে কখনো আবার
যাই ভুলে অভিমান।
লুসাই পাহাড় কাপ্তাই হ্রদে
রূপের নেই যে শেষ
হালদা নদীর মা-মাছেরা
কাটছে সাঁতার বেশ!
বাড়ছে শহর বাড়ছে মানুষ
লাগছে মিঠা পানি
কর্ণফুলীর পাড় দিয়ে ভাই
পানির লাইনটি আনি।
হচ্ছে দখল চলছে দূষণ
ভরছে নদীর পেট
কেউ দেখে না কেউ শোনে না
পাচ্ছে সবাই ভ্যাট!
কর্ণফুলী এমন নদী
নাই তুলনা যার
মায়ের মতো আগলে রাখে
নিচ্ছে সকল ভার।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এএ