ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মায়ের হাসি | আবুল কালাম বেলাল

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ১৯, ২০১৬
মায়ের হাসি | আবুল কালাম বেলাল

বলতে পারো মা-
মেঘলা আকাশ কখন ওঠে হেসে?
মা বলেছেন, রোদ ছড়ালে সূর্য ভালোবেসে।
আমি বলি না মা না না।

এবার বলো মা-
গোমড়ামুখো কলাপাতা কখন তা থৈ নাচে?
মা বললেন, হাওয়া পরি থাকলে বুকের কাছে।
তুমি দেখি কিচ্ছু জানো না।

আচ্ছা বলো তো-
আমি কখন হাসতে পারি মুছে চোখের পানি?
জোছনা নামে বুকে মুখে মন সাজে ফুলদানি?
মা বললেন, জানি জানি কিন্তু গোপন কথা
বললে খুলে ভার কমবে কমবে সজীবতা।

কিচ্ছু তুমি জানো না
আকাশ রঙিন হয়ে হাসে
কলাপাতায় নাচন ভাসে
সাগর জলে ঢেউয়ের মেলা
আমার চোখে জোছনা খেলা
সব কিছু হয় আনন্দময়
উছল হাসির ফোয়ারা বয়
যখন তুমি মুখে টানো হাসির রেখা মা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।