ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দাদুর গল্প | নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, মে ৩০, ২০১৬
দাদুর গল্প | নাজিয়া ফেরদৌস

দাদুর মুখে গল্প শোনা
বড়ই ভালো লাগে।
নতুন নতুন শব্দ শেখার
আগ্রহটাও জাগে।


দাদু সেদিন সকাল বেলায়
নতুন খবর দেখে-
‘আকাশ ভেঙে পড়লো মাথায়’
বললো মাকে ডেকে!
আকাশ নাকি ভেঙেও পড়ে!
কেমন তরো কথা?
দাদু টা যে কিসব বলে
নেইতো আগা মাথা।
ঘোড়ার নাকি ডিমও হয়!
হাতির পাঁচ পা!
হাসতে হাসতে পেট ফেটে যায়
হাহ্ ! হাহ্ ! হাহ্ ! হাঃ ।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।