ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ব্যাঙের নাকে সর্দি | সৈয়দ শরীফ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুন ১, ২০১৬
ব্যাঙের নাকে সর্দি | সৈয়দ শরীফ

     বর্ষাকালে ব্যাঙ ডাকে না
        ব্যাপারটা কী? তবে,
     এখন এমন করলে হবে?
           বর্ষা এলো সবে!

    ঝিঁঝিঁপোকা মাছকে বলে
   'ব্যাপার-স্যাপার কী গো?'
     মাছ বাবাজি ক্ষেপে বলে
     'ক্যামনে তা জানি গো?'

   সাপও বলে 'ও মাছ মশাই-
        সর্দিকাশি নয় তো?'
    মাছও বলে 'বলা যায় কী
       হতেই পারে, হয়তো !'

   এসব শুনে 'কা' 'কা' করে
       হাসছিলো এক কাকে,
বলছিলো সে 'ব্যাঙের আবার-
         সর্দি লাগে নাকে?

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।