ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমার দেশে ‍‍| সৈয়দ শরীফ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুন ১০, ২০১৬
আমার দেশে ‍‍| সৈয়দ শরীফ

     আমার দেশে কত্ত পাখি,
      যত্ত দেখি, মত্ত থাকি !
             হয় না দেখার শেষ তবু-
      চালাক ওরা, দেয় না ধরা,
      একটু ঝুঁকি নেয় না ওরা,
              হয় যদিও ক্লেশ কভু।

      আমার দেশে নদী আছে,
      একটা তো নয়, অধিক আছে !
            সব নদীতেই মাছ ভরা-
      সেই নদীতে জেলেও আছে,
      চোখ যে তাদের মাছে মাছে,
            তাদের কর্ম মাছ ধরা !

      আমার দেশে সব-ই আছে,
      ছড়াকার এবং কবি আছে !
            তাদের লেখার মাঝে-
      জাগ্রত হয় মানবতা,
      ম্লান হয়ে যায় দানবতা;
             আমার দেশও সাজে !

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ১০, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।