ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আম ফুরোলো, জাম ফুরোলো ‍| মাহমুদ মেনন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
আম ফুরোলো, জাম ফুরোলো ‍| মাহমুদ মেনন

আম ফুরোলো, জাম ফুরোলো
লিচু গাছের ডাল মুড়োলো
কাঁঠালবোঁটা কস ঝরালো
রইলো বাকি কি?

জ্যৈষ্ঠ শেষে আষাঢ় এলো
আর কত ফল খাবে বলো
খেতে হলে গাঁয়ে চলো
আছেই কত কি!

বেলের গায়ে পাক ধরেছে
আতাগুলোর রং বেড়েছে
কামরাঙাও ঝাঁক ধরেছে
চাইবে কত কি?

গাবগুলোও পাকছে বেশ
ডেউয়া ফলে হলদে রেশ
পায়লাগুলো পাকা শেষ
এসব খাবে কি?

পেয়ারারা হচ্ছে ডাসা
ছফেদাও পাকছে খাসা
শরিফারও পাকার আশা
করছে সবাই-ই

তাল পাকবে ভাদর এলে
চালতাগুলোও পাকবে বলে
মনে পড়ে রয় গাছের ডালে
এখন সবার-ই।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।