ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বর্ষাকালের স্মৃতি | আব্দুস সালাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
বর্ষাকালের স্মৃতি | আব্দুস সালাম

বৃষ্টি হলেই ছুটে যেতাম জলাশয়ের পাশে
কাগজগড়া নৌকাগুলো দেখতে কেমন ভাসে।
দলবেঁধে সব ছুটে যেতাম বৃষ্টি জলে ভিজে
শাপলা-শালুক তুলতে সবার লাগতো ভালো কী যে!
 
পাটকাঠিতে আঠা দিয়ে ধায় ফড়িংয়ের পিছু
ঝোপঝাড়েতে পোকা-মাকড় ভয় করিনি কিছু।


আমের আঁটির বাঁশি বাজাই মিষ্টি মধুর সুরে
বন্ধুরা সব জড় হতাম পাড়ায় পাড়ায় ঘুরে।
 
ডোবা-নালায় বড়শি ফেলে ধরতে যেতাম মাছ
কিংবা কেউ দৌড়ে যেতাম খেঁকশিয়ালের পাছ।
রিম ঝিম ঝিম মিষ্টি সুরে বৃষ্টি যখন ঝরে
বর্ষাকালের অনেক স্মৃতি যায় যে মনে পড়ে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।