ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন মৌসুমী ও জুয়েল আইচ

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১
শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন মৌসুমী ও জুয়েল আইচ

শিশু অধিকার প্রতিষ্ঠায় এবার কাজ শুরু করছেন চিত্রনায়িকা মৌসুমী এবং জাদুশিল্পী জুয়েল আইচ। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর সঙ্গে বাংলাদেশে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন এই দুই তারকা।



শিশুদের অধিকার প্রতিষ্ঠায় ‘ইউনিসেফ অ্যাডভোকেট’ হিসেবে মৌসুমী এবং জুয়েল আইচ শিশুশ্রম, জন্ম নিবন্ধন, শিশুদের প্রতি সহিংসতা, শিশু ও মাতৃ স্বাস্থ্য, এইচআইভি/এইডস এবং শিশুদের টিকাদান বিষয়ে প্রচার এবং জনসচেতনতা তৈরির জন্য ইউনিসেফের সঙ্গে কাজ করবেন।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন  ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর ক্যারেল ডি রয়, আরিফা জামান মৌসুমী ও জুয়েল আইচ।

ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর ক্যারেল ডি রয় বলেন, আমরা খুবই আনন্দিত মৌসুমী এবং জুয়েল আইচ ‘ইউনিসেফ অ্যাডভোকেট’ হিসেবে শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করছে। আমি নিশ্চিত এই দুই তারকা বাংলাদেশে শিশুদের মৌলিক অধিকার সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সুদৃঢ় এবং অর্থবহ পদক্ষেপ রাখবেন।

মঙ্গলবার ইউনিসেফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চিত্রশিল্পী মৌসুমী ১৯৯৩ সালে চলচ্চিত্রে কাজ শুরু করেন এবং তারপর থেকেই দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান। নারী ও শিশুদের স্বার্থে কাজ করার জন্য তার ব্যাপক আগ্রহ রয়েছে এবং এরই ফলশ্রুতিতে তিনি ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছেন। তার এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এরইমধ্যে শিশুদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।

এছাড়া দর্শকের সঙ্গে নিজেকে উজাড় করে দেওয়ার ক্ষমতাসম্পন্ন জাদুশিল্পী জুয়েল আইচ, তাঁর শৈশব থেকেই জাদুর প্রতি আগ্রহী ছিলেন। বাল্যকাল থেকেই তিনি তাঁর জাদুশিল্পের মাধ্যমে অন্যদের আনন্দ দেওয়া শুরু করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধের সময় অসুস্থ হয়ে পড়ার পর তিনি উদ্বাস্তু শিবিরে শিশুদের শিক্ষাদান শুরু করেন এবং অন্য মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করার জন্য কাজ করেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।