ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেয়েঘুড়ি | সুমাইয়া বরকতউল্লাহ্

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
মেয়েঘুড়ি  | সুমাইয়া বরকতউল্লাহ্

আমার ছাদে ঘুড়ি উড়াই আমি
আমার দারুণ নীল আকাশে
উড়ছে ঠেলে ঠেলে

আমার ঘুড়ির পিছে পিছে, উড়লো আরেক ঘুড়ি
কে উড়ালো? তাকিয়ে দেখি
দুষ্টু কজন ছেলে।

বলল তারা এত্ত সাহস? উড়াবে মেয়ে ঘুড়ি?
দে ছুটানি যাক পালিয়ে, কোন সে আবার পুরি!

নিয়েছিলাম ছোট মামার ঘুড়ি উড়ান দীক্ষা
ভাবছি এবার ইচ্ছা মতো দেবো তাদের শিক্ষা

গোত্তামেরে বুক ফেঁড়ে দেয় দুষ্টু ছেলের ঘুড়ির
বুঝুক মজা আমার সাথে ঘুড়ি ওড়াওড়ির

ছেলেগুলো ভাব দেখিয়ে বলল এবার থাম
ঘুড়ি ছিঁড়ে সুতলি কেটে করিসনি ভালো কাম

ঘুড়ি তাদের টাটা দিয়ে যাচ্ছে এলে বেলে
ঘুড়ি আমার বীরের মতন উড়ছে পাখা মেলে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।