ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ফুল যেভাবে সুগন্ধ ছড়ায়

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ফুল যেভাবে সুগন্ধ ছড়ায়

ঢাকা: গন্ধ, বর্ণ, স্নিগ্ধতায় ফুল সুন্দর। পৃথিবীর সব সৌন্দর্যকে তুলনা করা যায় ফুলের সঙ্গে।

ফুলে মধুও থাকে। কিন্তু ফুল সুগন্ধ কোথায় পায়?

বর্ণে-গন্ধে আকৃষ্ট হয়ে কীট-পতঙ্গ, মৌমাছি ও প্রজাপতি ফুলের প্রতি আকৃষ্ট হয়ে এর উপর বসে। পরে এক ফুল থেকে যখন অন্য ফুলে যায় তখন পরাগরেণু বয়ে নিয়ে যায় অন্য ফুলে। এভাবে ফুলের পরাগমিলন ঘটায়।

এর ফলেই সৃষ্টি হয় ফল বা বীজ। এভাবে বংশবৃদ্ধি করে গাছ-পালা, গুল্ম-লতা। প্রতিটি ফুলে এক ধরনের তেল জাতীয় পদার্থ থাকে। ফুলভেদে ওই তেলের গন্ধও ভিন্ন হয়। সেই তেল যখন বাষ্পীভূত হয় তখন চারদিকে ছড়িয়ে পড়ে হৃদয় আকুল করা গন্ধ।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।