ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেঘ ওড়ে আকাশে | বাসুদেব খাস্তগীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
মেঘ ওড়ে আকাশে | বাসুদেব খাস্তগীর মেঘ ওড়ে আকাশে

আকাশ জুড়ে মেঘের ভেলা
ছুটছে কোথা ওই
খোকন সোনা ভাবছে বসে
যাচ্ছে ওড়ে কই?

নীলাকাশের সনে যে তার
এমন মাখামাখি
দেখেই যেনো মন আবেশে
জুড়িয়ে যায় আঁখি।
খোকন বলে আপন মনে
'ও মেঘ কোথা যাও?
আমায় তুমি করবে সাথী?
নাও না মেঘ নাও'।


চলছে ছুটে অচীন দেশে
ঠিকানা নেই জানা
একটু দাঁড়া, বললে শোনে
মেঘ কি কারো মানা?
মেঘের সাথে মিতালি চায়
খোকন সোনা মনি
উথলে ওঠে বুকের মাঝে
খুশির প্রতিধ্বনি।
মেঘের কোলে আঁচল পেতে
ঘর যে বাঁধে মন
খোকন ভাবে মেঘই হবে
বন্ধু সারাক্ষণ।
অদেখা সব দেখবে ওড়ে
ঠিকানাহীন যাত্রী
কী যে মজার সময় হবে
দিন যে কিবা রাত্রি।
রঙিন হয়ে স্বপ্নগুলো
দেয় যে আলো ঢেলে
মেঘের মতো দূর আকাশে
ওড়ে পেখম মেলে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।