ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

স্বপ্নরাজের জন্য

আলম তালুকদার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১
স্বপ্নরাজের জন্য

সবুজ গ্রামে এখনও যাদের
আছে বসতভিটা,
বাউড়ি বাতাসে হঠাৎ দেখো
উড়ায় ধানের চিটা।

তোমরা যারা সবুজ বনে
তুলছো আনাই গোটা
সাদা ভাতের মতন দেখো
গন্ধরাজের ফোটা।



তাদের জন্য আজকে বলি
কি অপরূপ দৃশ্য
গ্রামের কাছে ফুলের কাছে
কেউ হবে না নিঃস্ব।

চাঁদনি রাতে জোসনা ঢালে
হু হু করা মাঠে
পুলকিত বেভুল হাওয়া
কবির হৃদয় ফাটে।

‘চাইত’ বোশেখের মিষ্টি বাতাস
উড়ছে কত ঘুড়ি
ইচ্ছা করে স্বপ্ন ধরে
স্বপ্ন নিয়ে উড়ি।

এ সব যারা বুঝতে পারে
তারাই স্বপ্নরাজ
তোমার সাথে উদার আকাশ
এবং গন্ধরাজ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।