ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেলায় নাজিয়া ফেরদৌসের ‘পরীর দেশে রাজকন্যা’

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
মেলায় নাজিয়া ফেরদৌসের ‘পরীর দেশে রাজকন্যা’ মেলায় নাজিয়া ফেরদৌসের ‘পরীর দেশে রাজকন্যা’

মজার মজার রূপকথা শুনতে কে না ভালোবাসে বলো? সঙ্গে যদি থাকে শিক্ষণীয় বিষয় তবে তো কথাই নেই। এবার বইমেলায় এমনই একটি বই পাওয়া যাচ্ছে ‘টইটম্বুর’ প্রকাশনীতে (স্টল নম্বর-৫২৮) । বইটির নাম ‘পরীর দেশে রাজকন্যা।

অসাধারণ চারটি রূপকথা ( ‘রাজকন্যা ফুলমালা’, ‘মিথ্যে বলা নীলপরী’, ‘লাল পরীর ডানা, ‘ ঝিনুক রাজার মেয়ে) নিয়ে সাজানো হয়েছে বইটি।

প্রতিটি গল্পের মধ্যে রয়েছে সাহসী সব রাজকন্যার কথা, যাদের কেউ রাক্ষসের কাছ থেকে ছিনিয়ে এনেছে জাদুর চাবি, কেউ আবার পরীদের সাহায্য করেছে আগ্রহ ভরে।

রূপকথার রাজ্যের নতুন এ গল্পগুলো যেমন ছোটদের আনন্দ দেবে, তেমনি তারা গল্পে গল্পে শিখতে পারবে অনেক কিছু।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।