ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঋতুরাজ | বাসুদেব খাস্তগীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
ঋতুরাজ | বাসুদেব খাস্তগীর ঋতুরাজ

শীতের শেষে বসন্তকাল
দিচ্ছে দোলা মনে,
নতুন দিনের নতুন বার্তা
বইছে সমীরণে।

ঝরছে পাতা হাওয়ায় ভেসে
আনন্দ বয় ঘরে,
সজীব সতেজ প্রকৃতিতে
অনাবিল সুখ ঝরে।
বন বনানীর কানন জুড়ে
ফুলের আত্মহারা,
মল্লিকা, জুঁই, শিমুল, পারুল
ফুটে জাগায় সাড়া।


কোকিল ডাকে কুহু কুহু
আগমনী সুরে,
আমের মুকুল, জামের মুকুল
পত্র-পল্লব জুড়ে।
রূপে-রঙে-গন্ধে ঋতুর
কি অপরূপ সাজ,
তাইতো বলে বসন্ততো
ঋতুর ঋতুরাজ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।