ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সেলামী নিয়ে প্রতিযোগিতা

তাজিন আহমেদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১১
সেলামী নিয়ে প্রতিযোগিতা

ছোটবেলায় নানার বাড়িতে তিন খালাতো বোন একসাথে থাকতাম। তিনজনই বেশ আনন্দ নিয়ে ঈদের দিন সকালেই বড়দের সালাম করতাম।

আমরা নানাকে ‘বুবু’ বলে ডাকতাম। তো বুবু’কে কে আগে সালাম করবে এবং কে আগে সেলামীটা নিবে তা নিয়ে শুরু হতো প্রতিযোগিতা। দুপুরের একটু আগেই মামা-খালারা এসে হাজির হতেন। তখন সবাই এক সঙ্গে দুপুরের খাবার খেতাম। তবে আমি মা’র হাতের স্পেশাল মিট বল ও ফিরনি খেতে বেশ পছন্দ করতাম। এই স্পেশাল মিট বলের বিশেষ বৈশিষ্ট হলো ঈদের দিন ছাড়া অন্য সময় এটি তৈরি করলে তেমন স্বাদ লাগতো না। ঈদে দুটি আইটেমই ছিল আমার সবচেয়ে প্রিয় খাবার। একবার ঈদের দিনে বেশ বৃষ্টি ছিল। ছাদেও বেশ শ্যাওলা পড়েছিল। সে সময় মা জোরে জোরে চিৎকার করে বলছিল ‘লিটা’ ছাদে যাসনে, আঁছাড় খাবি। তো আমি তখন আছাঁড় কে আচার ভেবে বলেছি ‘না আমি ছাদে যেয়ে আচার খাবো, আচার খাবো। ছোট্টবেলার সেই মধুর দিনগুলো এখন আর নেই। এখন আমাকেই সেলামী দিতে হয়। ছোটদের কিনে দিতে হয় নতুন নতুন কাপড়। তারপরও ঈদ অনেক আনন্দেই কাটে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।