ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কোকিল | আলমগীর কবির

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
কোকিল | আলমগীর কবির কোকিল

কোকিল তুই উড়তে পারিস
ইচ্ছেমতো ঘুরতে পারিস,
একটুখানি শোন।

ফুড়ুৎ ফাড়ুৎ লেজটা নেড়ে
গাইতে পারিস গলা ছেড়ে,
উদাস করিস মন।

আবির রাঙা ইচ্ছে আমায়
সাড়া কেবল দিচ্ছে আমায়

ইচ্ছে করে হইরে পাখি,
বাঁকা নদীর কাছে থাকি
সকাল দুপুর ক্ষণ।

গানের সুরে আমায় টানিস
বল না কোকিল তুই কি জানিস,
তোরই মতো প্রিয় আমার
দূরের সবুজ বন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।