ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রহস্য দ্বীপ (পর্ব-২৯)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
রহস্য দ্বীপ (পর্ব-২৯) রহস্য দ্বীপ

[পূর্বপ্রকাশের পর]
অনেক মজা করে খাওয়া যাবে, সসপ্যান আর ডিম আনতে রওয়ানা হয়ে পেগি বলে, আমার পছন্দের খাবার! এদিকে এসো নোরা, আলু আনতে আমাকে সাহায্য করো আর ডিমগুলো সিদ্ধ হয়ে আসার আগেই ওগুলোর খোসা ছাড়িয়ে রাখো। মাইক পানি নিয়ে এসো, পারবে না? আমাদের কাছে যথেষ্ট নেই।

শিগগিরই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এবং সিদ্ধ করবার জন্য সসপ্যানে ডিম চাপানো হয়। মেয়েরা আলুর খোসা ছাড়ায়, জ্যাক গাজর ধোয়।

সবাই খুব তৃষ্ণার্তবোধ করায় সে খাবার পানি আনতে যায়।

ভালো হয় আজ রাতে তুমি আরো কিছু মাছ ধরো, জ্যাক। পেগি বলে। আশাকরছি তাতে আমাদের মজুদ সামান্য বেঁচে যাবে! মনে হচ্ছে আমরা প্রচুর খাচ্ছি!

আমিও সেটা নিয়ে ভাবছি, সিদ্ধ হতে থাকা আলুর দিকে তাকিয়ে জ্যাক বলে। মনে হয় আরো বেশি করে খাবার আনতে মাঝে মধ্যে গ্রামে যেতে হবে। দাদার খামার থেকে আমি তা আনতে পারি। সেখানে প্রচুর আলু আছে, আর মুরগির খোঁয়াড়ে সবসময় ডিম পাওয়া যাবে। কয়েকটা মুরগি তো আমারইÑ আর ওখানকার একটা গাভীও আমার, বাছুর অবস্থায় দাদা ওটা আমাকে দিয়ে দেন!

আমার ধারণা আমরা এখানেই মুরগি আর গরু পালতে পারি! পেগি বলে। তাহলে অনেক ডিম আর দুধ পাওয়া যাবে!

এখানে কেমন করে মুরগি আর গরু আসবে? হাসতে হাসতে, মাইক বলে। মনে হচ্ছে নৌকা বেয়ে জ্যাকের গ্রামের যাওয়ার বুদ্ধিটাই ভালো। সে রাতের বেলায় সেখানে যেতে পারবে। পথঘাট সব ওর চেনা, আর দিনের আলো ফোটার আগেই ফিরে আসবে।

কাজটা খুব ঝুঁকিরও, পেগি বলে। ধরো ও ধরা পড়ে গেলো? জ্যাককে ছাড়া আমরা তো অচল!

বাচ্চারা গোগ্রাসে দুপুরের খাবার খায়। ওদের মনে হয়, ডিম আর আলু খেতে আগে কখনই এত মজা লাগেনি। সূর্যটা তাপ ছড়াতে থাকে। খুব চমৎকার আবহাওয়া। খাবার শেষে নোরা শুয়ে পড়ে এবং চোখ বোজে। ওর ঘুমঘুম আলসেমি লাগে।

জ্যাক ওকে পা দিয়ে গুঁতো দেয়। তুমি ঘুমাতে পারো না নোরা। সে বলে। আমাদের ঘরের কাজে যেতে হবে। কাজটা সবে শুরু করেছি। তোমরা মেয়েরা দু’জন আগের মতোই সব ধুয়ে-মুছে গোছগাছ করে রাখো, মাইক আর আমি ঘরের কাছে যাচ্ছি। আজ বিকেলেই দেয়ালের কাজটা শুরু করতে হবে।

চলবে...

আরও পড়ৃন:

**রহস্য দ্বীপ (পর্ব-২৮)
**রহস্য দ্বীপ (পর্ব-২৭)
**রহস্য দ্বীপ (পর্ব-২৬)
**রহস্য দ্বীপ (পর্ব-২৪)
**রহস্য দ্বীপ (পর্ব-২৩)
**রহস্য দ্বীপ (পর্ব-২২)
**রহস্য দ্বীপ (পর্ব-২০)
**রহস্য দ্বীপ (পর্ব-১৯)
**রহস্য দ্বীপ (পর্ব-১৮)
**রহস্য দ্বীপ (পর্ব-১৭)
**রহস্য দ্বীপ (পর্ব-১৬)
**রহস্য দ্বীপ (পর্ব-১৫)
**রহস্য দ্বীপ (পর্ব-১৪)
**রহস্য দ্বীপ (পর্ব-১৩)
**রহস্য দ্বীপ (পর্ব-১২)
**রহস্য দ্বীপ (পর্ব-১১)
**রহস্য দ্বীপ (পর্ব-১০)
**রহস্য দ্বীপ (পর্ব-৯)
**রহস্য দ্বীপ (পর্ব-৮)
**রহস্য দ্বীপ (পর্ব-৭)
**রহস্য দ্বীপ (পর্ব-৬)
**রহস্য দ্বীপ (পর্ব-৫)
**রহস্য দ্বীপ (পর্ব-৪)
**রহস্য দ্বীপ (পর্ব-৩)
**রহস্য দ্বীপ (পর্ব-২)
** রহস্য দ্বীপ (পর্ব-১)

 

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।