ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান | আলেক্স আলীম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান | আলেক্স আলীম

নেতা তিনি মস্ত বড়
বিশ্বসেরা বীর।
তার ইশারায় বঙ্গ জাতি
খুঁজে পেলো তীর।

গর্জে তিনি উঠেছিলেন
মার্চ মাসের সাতে।
বন্দি হলেন একাত্তরের
সেই কালো রাতে।

কারাগারের পাশে ছিল
তারই করব খোঁড়া।
শেখ মুজিবর বাঘের মতো
কেয়ার করেন থোড়া।

স্বাধীন দেশে মুক্ত মুজিব
এলেন এবার ফিরে।
স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান
বাংলা মাকে ঘিরে।

সহ্য এসব হয় না যেন
লুকিয়ে থাকে খুনি।
শেখ মুজিবর জীবন দিলেন
পঁচাত্তরে শুনি।

আজো আমার বুকের ভেতর
শেখ মুজিবব আছে।
তার চেতনা কেড়ে নিতে
জঙ্গিরা সব নাচে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।