তখন আমি মায়ের কোলে
বয়স ছিল তিন
চারদিকে সব ভয়ংকরী
আগুনশিখার দিন।
যেই দেখেছে রক্তচোষার
কৃষ্ণ কালো থাবা-
দেশকে স্বাধীন করবে বলে
মুষ্ঠি তোলে বাবা।
ন’মাস জুড়ে চলল লড়াই
শত্রু দিয়ে রুখে
যুদ্ধজয়ী বীরসেনারা
ফিরল মায়ের বুকে।
কেউ ফিরেছে ঝাণ্ডা হাতে
কেউ ফেরেনি শেষে
বাবাও আমার হারিয়ে গেছে
না ফেরাদের দেশে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এএ