ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাবা তুমি | রেজিনা ইসলাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
বাবা তুমি | রেজিনা ইসলাম বাবা তুমি

ঝিকিমিকি ঝিকিমিকি দীঘির জলের খেলা
শান্ত দুপুর দেই ভাসিয়ে আনন্দেরই ভেলা
সেই ভেলাতে আমি, বাবা কি যে হাসাহাসি
বাবা তোমায় আমি অনেক, অনেক ভালোবাসি।

স্নিগ্ধ সকাল বাবা বসে এগিয়ে দেই চা’টা
চশমা চোখে অফিসে যান দূর থেকে দেই টা টা
পেছন ফিরে বাবা হাসেন, দুষ্টু ময়না পাখি
আমি তখন বুকের ভেতর বাবার ছবি আঁকি।

অফিস থেকে বাবা যখন ফেরেন সাঁঝে ঘরে
ক্লান্ত বাবার ঘাম মুছে দেই আদর পরশ ভরে
বাবার গালে সোহাগ করে 'কুট্টুস' দেই চুমো
বাবা বলেন আমার বুকে একটু খানি ঘুমো।

রাত্রিবেলা উলুঝলু চুলের বিলি কাটি
চুলগুলোকে আঁচড়ে দেবেন নিখুঁত পরিপাটি
বাবা বলেন মামণিটা জুঁই চামেলি বেলি
বাবার পায়ের পাতার ওপর দুপা রেখে খেলি।

বাবার রঙিন জামা পরি, বায়না যে একরোখা
আমি হলাম মছু বাবা, বাবা আমার খোকা
রাত পেরুলো দিন পেরুলো উদাস হয়ে থাকি
বাবার রাখা স্মৃতিগুলো বুকের ভেতর রাখি।

বাবা বাবা কত্ত ডাকি দেয় নাতো আজ সারা
বাবা এখন নেই পাশে আজ দূর আকাশের তারা।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।