ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিড় বিড় | খোন্দকার শাহিদুল হক

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
বিড় বিড় | খোন্দকার শাহিদুল হক বিড় বিড়

বিড় বিড় ফুস ফাস
বক বক করে সে
হাউ মাউ ফ্যাত ফ্যাত
করে কার গরজে।

ধব ধবে সাদা হয়
মিশ মিশে কালো
টক টকে লাল রং
দেখতে তো ভালো।
 
হাঁস করে প্যাঁক প্যাঁক
ঘেউ ঘেউ কুকুরে
টুপ টাপ জল পড়ে
বাবুদের পুকুরে।


 
গায়ে করে শির শির
ধড় ফড় বুকটা
শন শন বায়ু বহে
শুকিয়েছে মুখটা।
ইচ্ছেঘুড়ি

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।