ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

তিতাস পাড়ের নূপুর | রফিক আহমদ খান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
তিতাস পাড়ের নূপুর | রফিক আহমদ খান তিতাস পাড়ের নূপুর

তিতাস পাড়ের স্বপ্নময়ী
মিষ্টি মেয়ে নূপুর
তিতাস পাড়েই হেসে-খেলে
সকাল বিকেল দুপুর।

জন্ম থেকেই তিতাস নদী
চির চেনা সাথী
দুঃখ কষ্টে তিতাস নদী
জ্বালায় মনে বাতি।
তিতাস নদী বয়ে চলে
জোয়ার-ভাটার পানি
নূপুর মনে বয়ে বেড়ায়
স্বপ্ন জয়ের হাতছানি।


বড় মাপের মানুষ হওয়ার
বুক ভরা তার স্বপ্ন
সফলতার পথের খুঁজে
তিতাসকে তাই প্রশ্ন-
বাবার তো নেই টাকা-পয়সা
কেমনে চালায় পড়া
স্বপ্ন ভাঙার ভয়ে এখন
নূপুরের মন মরা।
ইচ্ছেঘুড়ি
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।