ওই দেখো নীল গগণে মিল ধরেছে মেঘে
একটু পরেই মারবে ঝিলিক মেঘমালা রেগে
কার কি আছে মাঠে-ঘাটে? কার কি আছে পথে?
সব ভিড়িয়ে, নাও ফিরিয়ে ঘরে, বাহির হতে
কে কে গেছে নদীর পাড়ে, কে গেছে দূর চরে?
মেঘের কালি আসছে ছেয়ে, আয় চলে আয় ঘরে
অদূর দূরে যাচ্ছে শোনা পশুর আর্তনাদ
একটু পরেই বন্য শিয়াল ফাঁদবে মরণ ফাঁদ
দল বেঁধে ওই যাচ্ছে নীড়ে ফিরে অচিন পাখি
কৃষ্ণবরণ করছে আকাশ, যাচ্ছে মেঘে ঢাকি
ওই দেখো না ধুলো-বালি উড়ছে হাওয়ার চাপে
গর্ত ছেড়ে ব্যাঙরা এখন বের হবে এক লাফে
এলো এলো বৃষ্টি এলো, এলোরে শন্ শন্
টিনের চালে বৃষ্টির আওয়াজ শোনে দিয়ে মন
বৃষ্টি পড়ে আঝোর ধারায়, ঝুম্ ঝুমা-ঝুম্ ঝুম্
শীতলপাটি, কাঁথা গায়ে আসুক মজার ঘুম।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এএ