ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কান রহস্য | খোন্দকার শাহিদুল হক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
কান রহস্য | খোন্দকার শাহিদুল হক কান রহস্য | খোন্দকার শাহিদুল হক

মাথার পাশে দুই কান থাকে

ভিতর এবং বাইরে

কান কাকে কয় সবাই জানে

বলছি তবু তাইরে।

প্রাণী হলেই কানে শোনে

রাখে দেহের ভার

কানের আছে বিশাল জগত

শব্দ জুড়ে তার।

 

মাথার বাইরে কান থাকে যার

জন্মে তাদের বাচ্চা

থাকলে ভিতর ডিম পাড়ে সে

বুঝলে বলো আচ্ছা।

 

যাদের মাথায় কান লুকানো

খাদ্য তারা গেলে

বাইরে যাদের কান ঝুলানো

চিবায় তারা পেলে।

 

কানের গুণে প্রাণিজগত

দুই ভাগে হয় ভাগ

কান ধরে কেউ টানলে তবু

হয় যে মনে রাগ।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এএ
,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।