পৃথিবীতে আছে ভূত
গুণীজন কয় যে,
ভূত নিয়ে সব্বার
মনে তাই ভয় যে।
ভূত হয় লম্বাটে
ভূত রং কালো,
ভূত নাকি ভয় পায়
দিনের ওই আলো।
ভূত নাকি বাস করে
লোকহীন বাড়িতে,
ঘুঁটঘুঁটে রাতে এসে
ভাত খায় হাঁড়িতে।
ভূত নিয়ে লিখি তাই
খাতার পাতায়,
ভূত বাস করে জেনো
মনের খাঁচায়!
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এএ