কেউ কি এমন ভূত দেখেছ
মুচকি মুচকি হাসে
ঘন কালো রাতের বদল
ভোর সকালে ভাসে?
কেউ কি এমন ভূত দেখেছ
মায়ার ভরা বুক
আদর করে কথা বলে
লাল জামা টুকটুক?
আমার সাথে এমন ভূতের
দেখা হলো আজ
কাউকেই সে দেখায় না ভয়
উপকার তার কাজ।
ছোট্ট একটা ভূতু
চাঁদের ঘরে ছোট্ট একটা ভূতু
হাসে সারাক্ষণ
খুলে প্রাণ-মন
দিলে তারে একটু কাতুকুতু।
ঠোঁট নাড়িয়ে শুধু বলে কথা
যায় না বোঝা কিছু
ঘোরে সবার পিছু
হাঁটতে গিয়ে পড়ে যথাতথা।
পেন্সিল ও বই যা কিছু পায় হাতে
আঁকে ইচ্ছে মতো
হাজার কিবা শতো
সঙ্গে পাতা ছেঁড়ার কাজে মাতে।
না পেলে তার খেলনা কোনো বল
দেয়াল ভরায় লিখে
হাবিজাবি শিখে
চোখে মুখে হাসিটা সদাই টলমল।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এএ