ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভালোবাসার গ্রাম | শাহাবুদ্দীন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
ভালোবাসার গ্রাম | শাহাবুদ্দীন ভালোবাসার গ্রাম

ছোট্ট গাঁয়ের বনের ধারে
একটা ছোট্ট নদী
পালতুলে কোথায় যাও
ওরে ও ভাই মাঝি।

গাছের ছায়ায় খেলা করে
দস্যি ছেলের দল
কলসী কাঁখে বধূরা যায়
আনতে নদীর জল।
দিগন্তের ওই সবুজ মাঠে
রাখাল চরায় গরু
দিনের শেষে ক্লান্ত বেশে
সন্ধ্যা হলো শুরু।


পুকুরপাড়ে বাঁশবাগানে
ওঠে যখন চাঁদ
সোনালি আলো বলে হেসে
এখন অনেক রাত।
আকাশেতে তারারা জ্বলে
চাঁদে দেয় হাসি।
পুব আকাশ প্রভাত সূর্য,
বলে ভালোবাসি।
ichchheghuri

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।