ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

একগুচ্ছ ছড়া | আবু আফজাল মোহা সালেহ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
একগুচ্ছ ছড়া | আবু আফজাল মোহা সালেহ একগুচ্ছ ছড়া/প্রতীকী ছবি

শিশির পড়ে
রাতের বেলায়
গড়িয়ে জমে
শস্য দানায়।

শিশির পড়ে
দুর্বা-ঘাসে,
মনে হয় যেন
মুক্তা হাসে!

ঘাসের ডগায়
মুক্তার ফুল,
দুলছে যেন
কানের দুল!


হেমন্তের সকাল

বাতাস ঠান্ডা
মিষ্টি রোদ,
ছড়ায় সোনা
সকাল আলো!

শিশির জমে
ভোরের বেলা
সকালে যেন 
মুক্তো দানা!


হেমন্তকালে

বিলের ধারে
চিলের বাসা
গাঙশালিকে 
করে খেলা।

নড়ছে শিম
দুলছে লাউ,
থির থিরানো
উত্তর বায়!

মৌমাছি ছোটে
সেথায় হেথায়,
টুনটুনি দোলে
কচি লতায়!

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।