ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পাখির ছানা | বাসুদেব খাস্তগীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
পাখির ছানা | বাসুদেব খাস্তগীর প্রতীকী ছবি

বাড়ির পাশের তালগাছটায়
বাবুই পাখির বাসা
কিচির মিচির আওয়াজ তুলে
করছে যাওয়া আসা।

লতা-পাতায় গড়া নীড়ে 
পাখির আনাগোনা
সঙ্গে ছোট্ট ছানা নিয়ে
স্বপ্ন হয় তার বোনা।  
খোকন সোনার চোখের তারায়
শুধুই বাবুই পাখি
বাবুই পাখির ছোট্ট ছানায়
ডুব দেয় তার আঁখি।


খোকন বলে ‘আম্মু তুমি
যাওনা এসে দেখে
পাখির ছানা মায়ের বুকে
ঘুমায় আদর মেখে’।
আম্মু বলে 'তুমি যেমন
করো আমার কোলে
হোক না পশুপাখি সবাই
মায়ের কোলেই দোলে'।

ichchheghuri
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।