হঠাৎ এক অদ্ভুত আইডিয়া আসে অ্যানের মাথায়। ভাবে, আমি কেন এমন একটা টর্চলাইট তৈরি করছি না, যা ব্যাটারি ছাড়াও আলো দেবে?
অ্যান সময় নষ্ট না করে কাজ শুরু করে দেয়।
অ্যানের কাজকর্ম দেখে মানুষ জিজ্ঞেস করে, ব্যাটারি ছাড়া কীভাবে জ্বলবে তোমার টর্চলাইট?
অ্যান বলে, আমাদের দেহ থেকে যে তাপ উৎপন্ন হয়, সেটা থেকেই জ্বলবে আমার টর্চলাইট।
অবশেষে অ্যান তার রহস্যময় টর্চলাইটটি তৈরি করে। এটা জ্বালাতে কোনো ব্যাটারির প্রয়োজন নেই। প্রয়োজন নেই সৌরশক্তি বা বায়ুশক্তির। হাতের মুঠোয় রাখলে দেহের তাপ থেকে জ্বলতে শুরু করে এটি।
এভাবেই বন্ধুর সমস্যা সমাধান করে অ্যান। শুধু তাই নয়, টর্চলাইটটি গুগলের বিজ্ঞান মেলায় উপস্থাপন করলে অ্যান জিতে নেয় প্রথম পুরস্কার। বর্তমানে অ্যানকে বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় উদ্ভাবক হিসেবে বিবেচনা করা হয়।
অ্যান চায়, বিশ্বের যেসব প্রান্তে ইলেক্ট্রিসিটি সুবিধা নেই সেসব অঞ্চলে তার টর্চলাইটটি বিনামূল্যে সরবরাহ করা হোক। প্রযুক্তির মাধ্যমে পৃথিবীকে আরও উন্নত এবং পরিবেশ দূষণমুক্ত করার স্বপ্ন দেখে অ্যান।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এনএইচটি/এএ