কেউ যদি বলে, ‘শোনো খোকা,
ঘরে কেন বসে আছো বোকা?
বাইরে ঘুড়ির ওড়া-উড়ি,
তুমিও কি ওড়াবেনা ঘুড়ি?’
বাইরে দখিন হাওয়া জাগে,
মনের ঘুড়িতে দোল লাগে!
সাধ জাগে এ শহর ছেড়ে
যেখানে উঠেছি আমি বেড়ে,
প্রিয় সব খেলনার দামে,
চলে যাই ঘুড়ি ওড়া গ্রামে।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এএ