ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঘুড়ি ওড়া গ্রাম | নাজিয়া ফেরদৌস 

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
ঘুড়ি ওড়া গ্রাম | নাজিয়া ফেরদৌস  ঘুড়ি ওড়া গ্রাম

সারাদিন চুপচাপ, বসে থাকা টেবিলে
এভাবে কি দিন যায় বলোতো?
চারটা দেয়াল থেকে স্বপ্নেরা উঁকি দেয়
কেউ যদি বলে মাঠে চলোতো!

কেউ যদি বলে, ‘শোনো খোকা,
ঘরে কেন বসে আছো বোকা?
বাইরে ঘুড়ির ওড়া-উড়ি,
তুমিও কি ওড়াবেনা ঘুড়ি?’

বাইরে দখিন হাওয়া জাগে,
মনের ঘুড়িতে দোল লাগে!
সাধ জাগে এ শহর ছেড়ে
যেখানে উঠেছি আমি বেড়ে,
প্রিয় সব খেলনার দামে,
চলে যাই ঘুড়ি ওড়া গ্রামে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।