ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঝড় | মাহমুদ রেজা

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, মে ২৯, ২০১৮
ঝড় | মাহমুদ রেজা প্রতীকী ছবি

মেঘ করেছে অনেক কালো 
মা বললো, নয়তো ভালো।  
           ঠাণ্ডা বাতাস আসছে ছুটে, 
           ঝড় এলে সব ধুলায় লুটে। 

ঝড়ের মাঝে বাইরে যাবো, 
গুটি গুটি আম কুড়াবো।  
           মা জানলে অনেক ভয়, 
           রাগের দাপট ভোলার নয়।

 
আম দেখে মা খুশিই হবে, 
রাগের কথা ভুলেই যাবে।   
           লবণ দিয়ে খাবো আম, 
           মা বলবেন একটু থাম।  
কার কথা কে শোনে তখন,
আমের মজা মনের মতন।   

বাংলাদেশ সময়: ১০টা ৩০ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।