ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দুর্গাপূজা | বাসুদেব খাস্তগীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
দুর্গাপূজা | বাসুদেব খাস্তগীর দুর্গা প্রতিমা

দুর্গাতে কেউ দ এর নিচে
দীর্ঘ (ঊ) উকার দিলে
দুর্গা যাবে অনেক দূরে
একটু ভাবুন মিলে।

দীর্ঘ (ঊ) উকার যোগে দুর্গা 
জানুন সবাই ভুল
হ্রস (উ) উকারে দুর্গা কাছে
দিন চরণে ফুল।
পূজা যখন লিখবেন আপনি
প এর নিচে হবে
দীর্ঘ (ঊ) উকার দিলেই পূজা
শুদ্ধ বানান তবে।


কিন্তু যখন লিখবেন পুজো
হ্রস (উ) উকার নিচে
বানান নিয়ে এসব কথা
একটুও নয় মিছে।
দুর্গাপূজা এলো ঘরে
বানান শিখি সাথে
মা'র চরণে অর্ঘ্য দিতে
নেই শিউলি হাতে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।