ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

তুমিই তোমার তুলনা | আলেক্স আলীম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
তুমিই তোমার তুলনা | আলেক্স আলীম আইয়ুব বাচ্চু/ফাইল ফটো

(কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে নিবেদিত)   

গিটারের তার
বাজবে না আর
তুমি রবে চিরকাল।
জীবনের নাও হঠাৎ কেন যে
গুটিয়ে নিয়েছে পাল!

তোমার সৃষ্টি হৃদয় গভীরে 
কথা বলে বারবার।
পেয়েছো সময় মৃত্যুর কাছে
অসময়ে হারবার!
পৃথিবীর বুকে অদ্বিতীয় তুমি
তুমিই তোমার তুলনা।


তোমার জন্য চোখ ভিজে আছে
বন্ধু আমাকে ভুলো না।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।