ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈশপের গল্প

গাধার ছায়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
গাধার ছায়া ছবি: প্রতীকী

একদিন এক পথিক দূরে কোথাও যাওয়ার জন্য একটি গাধা ভাড়া করলেন। সেদিন ছিল প্রচণ্ড গরম। সূর্যের কড়া রোদে ওই পথিক ক্লান্ত হয়ে গেলেন। তাই তিনি এক জায়গায় থেমে আশ্রয় নিলেন গাধার ছায়ায়। 

এদিকে, গাধার মালিকও তার সঙ্গেই যাচ্ছিলেন। অসহ্য গরমে ক্লান্ত হয়ে তিনিও গাধার ছায়ায় আশ্রয় নিতে চাইলেন।

কিন্তু ছায়ায় শুধু একজনই আশ্রয় নিতে পারবেন। কে আশ্রয় নেবে এ নিয়ে পথিক ও গাধার মালিক তর্ক-বিতর্কে জড়ালেন।

গাধার মালিক বললেন, আমি গাধা ভাড়া দিয়েছি, কিন্তু গাধার ছায়া ভাড়া দেইনি। অন্যদিকে পথিক বললেন, আমি গাধা ভাড়া করেছি, তার মানে গাধার ছায়াও আমার।

তর্ক-বিতর্কের এক পর্যায়ে দু’জনে লড়াই শুরু করলেন। এই সুযোগে গাধা গেলো দৌড়ে পালিয়ে।

দৌড়ে পালিয়ে গেলো গাধা।  ছবি: প্রতীকী

শিক্ষণীয় বিষয়: তুচ্ছ বস্তু নিয়ে লড়াই করতে করতে আমরা অনেক সময় মূল বস্তুই হারিয়ে ফেলি।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এফএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।