ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশুতোষ চলচ্চিত্র ও অনুষ্ঠান নির্মাণ কর্মশালা শুরু

ইচ্ছেঘুড়ি প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১
শিশুতোষ চলচ্চিত্র ও অনুষ্ঠান নির্মাণ কর্মশালা শুরু

চতুর্থ শিশুতোষ চলচ্চিত্র ও অনুষ্ঠান নির্মাণ কর্মশালা-২০১১ শুরু হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ শিশু একাডেমীর ‘চিলড্রেন মিডিয়া কমিউনিকেশন এন্ড ইনফরমেশন ইউনিট’-এ কর্মশালার উদ্বোধন করেন শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ।



এসময় উপস্থিত ছিলেন শিশু একাডেমীর গ্রন্থাগারিক রেজিনা আক্তার, ‘চিলড্রেন মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ইউনিট’ এর পরামর্শক ও প্ল্যান বাংলাদেশ’র শিক্ষা উপদেষ্টা ইকবাল হোসেন, কর্মশালার প্রশিক্ষক মনিরুল হোসেন শিপন ও প্রান্তর হামিদ।

কর্মশালায় ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

কর্মশালা শেষে শিক্ষার্থীরা শিশুতোষ কয়েকটি অনুষ্ঠান নির্মাণ করবে। ২০০৮ সাল থেকে শিশু একাডেমী উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

কর্মশালাগুলোতে অংশ নিয়ে শিশুরা এ পর্যন্ত ৩৫ মিমি, ১৬ মিমি এবং বেটাকম ফরমেটে মোট ৪১টি চলচ্চিত্র নির্মাণ করেছে।


বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।