ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জাতীয় শিশু নাট্য প্রতিযোগিতা ও উৎসব শুরু

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১
জাতীয় শিশু নাট্য প্রতিযোগিতা ও উৎসব শুরু

তৃণমূল পর্যায়ে শিশুদের প্রতিভা অন্বেষণে ৩ দিনব্যাপী জাতীয় শিশু নাট্য প্রতিযোগিতা ও উৎসব সোমবার শুরু হয়েছে। বিকেল বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল কালাম আজাদ।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী, শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম।

আয়োজকরা জানায়, বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে এবছরের ৭ জুলাই থেকে দেশব্যাপী শিশু নাট্য প্রতিযোগিতা ও উৎসব ২০১১ শুরু হয়েছে। উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে প্রতিযোগিতা শেষে দেশের ৭টি বিভাগে গত ৮-১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় পর্যায়ে বিজয়ী ১ম ও ২য় স্থান অধিকারী ১৪টি জেলার ১৪টি দলের মধ্যে ২৬-২৮ ডিসেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী জাতীয় শিশু পর্যায়ে নাট্য প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হবে।


বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।