ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এক কবির পরিচয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
এক কবির পরিচয় ৭ মার্চের ভাষণ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

একাত্তরের সাত মার্চে এক কবিতা লিখে
কাব্যজগৎ বিজয় করে গেলেন যিনি টিকে;
তার কবিতা বিশ্বময় সবাই এখন পড়ে
তোমরা যারা কাব্য করো, চেনো নাকি; ওরে?

এই কবি তো টুঙ্গিপাড়ার একটা ঘরের ‘খোকা’
এই খোকাটা নয় সাধারণ, ভীষণ একরোখা,
বলতো যেটা, করতো সেটা; স্বভাব খোকার এই
খোকাটাকে দমিয়ে রাখে কেউতো তখন নেই!

স্বাধীনভাবে চলে-ফিরে স্বাধীনভাবে বলে
বৈষম্য আর বিভেদ দেখে আগুন হয়ে জ্বলে
তার ভেতরের সেই যে জ্বালা; ওটাই ছিলো মূল
সুযোগ পেলেই শাসকদেরে তাই ফোটাতো হুল।

আন্দোলন আর সংগ্রামে খোকা হলেন বড়
তার ডাকে লক্ষ মানুষ নিমিষে হয় জড়ো;
সেই খোকাটা এক সময়ে ‘বঙ্গবন্ধু’ হলেন
চেনা তাকে খুব কি কঠিন? সব কবিরা বলেন?

খোকার বলা সেই কবিতায় একটা ছিলো কথা
সেই কথাটা আর কিছু নয়, স্বাধীনতা, স্বাধীনতা।


 

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।