ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাইরে যাওয়া থামাও | ইমরুল ইউসুফ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
বাইরে যাওয়া থামাও | ইমরুল ইউসুফ

দেশে দেশে আজ মরণ ব্যাধি
সুরক্ষার পর্দা নামাও
ব্যবসা অফিস সব বাদ দিয়ে
বাইরে যাওয়া থামাও।

মরছে মানুষ হাজারে হাজারে
বিজ্ঞানিরা ওষুধ বানাও
করোনার ছোঁয়া যেন না লাগে
বাইরে যাওয়া থামাও।

যতটাই হোক কাজের ক্ষতি
বাঁচা নিয়ে মাথা ঘামাও
প্রাণ বাঁচলে আবার সব হবে
বাইরে যাওয়া থামাও।

প্রিয়জন সব ঘরেই আছে
সেখানেই আড্ডা জমাও
কোয়ারেন্টিনই জান বাঁচাবে
বাইরে যাওয়া থামাও।

লক ডাউনের এই সময়ে
অতিরিক্ত খরচ কমাও
গরিবের পাশে থাকো আর
বাইরে যাওয়া থামাও।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।