ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বরুণরাজ ও টুকুর কথা | সানজিদা সামরিন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ১৩, ২০২০
বরুণরাজ ও টুকুর কথা | সানজিদা সামরিন

ভয় লাগে খুব তবু মেঘ করি আঁকাআঁকি
মেঘ তো তা বোঝে না, করে ডাকাডাকি।
বালিশে মুখ গুঁজে তখন কান পেতে রাখি
বাজ পড়ার ভয়ে আমি চোখ বুজে থাকি।

বরুণরাজ বলেন, টুকু ভয় পেলে নাকি?
পাবো না তো কী বলো, করো হাঁকাহাঁকি!
শুনে তো বরুণরাজ হেসে দেয় গড়াগড়ি

গরজে বলেন এবার-
আমার ডাকে সাড়া দিয়ে বৃষ্টি শুরু হয়
বনের সব সবুজ পাতা-ফুল কথা কয়।
খুব যদি হয় ভয় মাকে ডেকো কাছে
দেখবে কোথায় সব ভয় উবে গেছে!

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ১৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।