ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমার ঈদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০
আমার ঈদ

সৈয়দ রিয়াদ হোসেন
৮ম শ্রেণী, মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়, ঢাকা

ঈদ মানেই আনন্দ। ঈদ অনেকের জন্য আনন্দের আবার অনেকের জন্য কষ্টের।

ঈদের দিন আমি যখন ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম তখন অনেক শিশু খালি গায়ে দাঁড়িয়ে আমার কাছে টাকা চাচ্ছিল। কিন্তু আমার কাছে ছিল মাত্র ২ টাকা। তাই আমি বাবার কাছ থেকে ১০০ টাকা নিয়ে ৫ জনকে ভাগ করে দিলাম। টাকা পেয়ে তারা দুঃখ কিছু সময়ের জন্য হলেও ভুলে গেলো। সে সময় আমার খুবই ভালো লেগেছিল।

বাড়ি ফিরে খবরে দেখতে পেলাম আমাদের বাসার কাছেই একটি লোক ঈদের নামাজ পড়তে গিয়ে গাড়ির ধাক্কায় মারা গেছে। এটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেলো।

দুপুরের একটু আগে ঈদের নতুন জামা পড়ে বন্ধুদের বাড়িতে বেড়াতে গেলাম। কিন্তু আমার মনে হচ্ছিল সেই সব শিশুর কথা। যারা ঈদে নতুন জামা পায়নি। ভাবলাম তাদের জন্য কি আমার কিছুই করার নেই? তাই ঠিক করেছি এরপর থেকে প্রত্যেক ঈদে, নিজে কম নতুন জামা নিয়ে গরীবদের সাহায্য করব।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।